স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: ক্লাবের হয়ে অনুশীলনে নামার আগে প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম করেছে ইতালি সরকার। ৪ মে থেকে এককভাবে অনুশীলনে নামছে ইতালিয়ান ক্লাবের ফুটবলাররা। দলীয়ভাবে অনুশীলন করতে পারবেন ১৮ মে। তবে যারা দেশের বাইরে থেকে যাবেন তারা শুরুতেই দলের সঙ্গে মাঠে নামতে পারবেননা। তাই পর্তুগীজ তারকা ক্রিষ্টিয়ানো রোনালদো খেলায় ফিরতে মরিয়া থাকলেও তুরিনে ফিরে তাকেও ১৪ দিন ঘর বন্দী থাকতে হচ্ছে। ২৮ এপ্রিল কাবের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে সি আর সেভেনের।
ক্লাবের হয়ে অনুশীলনে নামার আগে ফুটবলারদের ১৪ দিনের কোয়ান্টাইনের নিয়ম করেছে ইতালি।
খেলা
0 Views