বিনোদন ডেস্ক, আজনিউজ২৪: সঞ্জয় দত্তের ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আসে গত ১২ আগস্ট। দুই মাস এক সপ্তাহ পর দুই সন্তানের জন্মদিনে তিনি জানালেন ক্যানসারকে জয় করেছেন তিনি।
টুইট বার্তায় সঞ্জয় দত্ত লেখেন, ‘শেষ কয়েকটা সপ্তাহ আমার এবং গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। তবে যেমন কথাতেই আছে, আরও কঠিন সৈনিকে পরিণত করতেই ভগবান আমাদের যুদ্ধে নামান। আমার সন্তানদের জন্মদিনে আমি খুব আনন্দিত যে, এই যুদ্ধে আমি জয়লাভ করতে পেরেছি এবং ওদের সেরা উপহার দিতে পেরেছি—আমার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল।’
হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, পরিবার, বন্ধু ও অনুরাগীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সঞ্জয় লেখেন ‘আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইব কোকিলাবেন হাসপাতালের ড. সেবন্তী এবং তার চিকিৎসক, নার্স ও গোটা মেডিকেল টিমকে। যারা কয়েক সপ্তাহ ধরে আমার ভীষণ রকমভাবে খেয়াল রেখেছেন। আমি সত্যিই কৃতজ্ঞ এবং ধন্য।’
ক্যানসারজয়ী সঞ্জয় দত্তের হাতে আছে ‘কেজিএফ চ্যাপ্টার টু’, ‘শমসের’, ‘ভুজ—দ্য প্রাইড অব ইন্ডিয়া’, ‘পৃথ্বীরাজ’ এবং ‘তোরবাজ’ সিনেমার কাজ। সূ্ত্র: সময় টিভি