২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মাঠেই রোহিতদের হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেন সেটির শোধই নিল ভারত। বিরাট কোহলির ৮৪ রানের অনবদ্য ইনিংসে অজিদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেছে রোহিত শর্মার দল।
দুবাইতে আসরের প্রথম সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের তিন বল বাকি থাকতে ২৬৪ রানে গুটিয়ে যায় অজি ইনিংস। জবাবে ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ভারত।
ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাট হাতে দারুণ করেছেন কোহলি। ৫ চারে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন কিংবদন্তি ব্যাটার। ভালো করেছেন শ্রেয়াস আয়ারও। ৩ চারে ৬২ বলে ৪৫ রান করেছেন। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে এসেছে ২৯ বলে ২৮ রান। ৩০ বলে ২৭ রান করেছেন অক্ষর প্যাটেল।
শেষদিকে লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ৩১ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছায় ভারত। লক্ষ্য থেকে ৬ রান দূরে আউট হন পান্ডিয়া। একটি চার ও তিন ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন তারকা অলরাউন্ডার। পরে রবীন্দ্র জাদেজাকে নিয় লক্ষ্যে পৌঁছান রাহুল।
দুটি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৪২ রান করেন রাহুল। ১ বলে ২ রান করেন জাদেজা।
অজিদের হয়ে অ্যাডাম জাম্পা ও নাথান এলিস দুটি করে উইকেট নেন। কুপার কন্নোলি ও বেন ডারউইস নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাটে নেমে অজিদের হয়ে দারুণ করেছেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। ৪ চার ও এক ছক্কায় ৯৬ বলে ৭৩ রান করেন অধিনায়ক স্মিথ। অ্যালেক্স ক্যারি ৮ চার ও এক ছক্কায় ৫৭ বলে ৬১ রান করেন। ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ এবং মার্নাশ লাবুশেন ৩৬ করেন ২৯ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ৩ উইকেট নেন। বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।
আগামী ৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতে শিরোপা মঞ্চে নামবে ভারত। প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচের জয়ী দলটি হবে। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে শিরোপা মহারণ।