ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর প্রথম দিকে কয়েক বছর মুম্বাইতেই থাকতেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে ছেলে অকায়ের জন্মের পর থেকে পাকাপাকিভাবে তারা লন্ডনে থাকতে শুরু করেন। যদিও দিল্লিতে বিরাটের মা, ভাই-ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা থাকেন। তবে সেভাবে শ্বশুরবাড়িতে সংসার করতে হয়নি অভিনেত্রীকে। কিন্তু শ্বশুরবাড়ির সবার সঙ্গেই যোগাযোগ আছে তার। বিশেষ করে জায়ের প্রশংসায় পঞ্চমুখ আনুশকা শর্মা।
সম্প্রতি বিরাট কোহলির বৌদি চেতনা নিজের যোগাসন করার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, কোনো বিদেশি পোশাক পরে নয়, একেবারে শাড়ি পরে যোগাসন করছেন চেতনা।
অনেক বছর ধরে যোগাসনের শিক্ষা নিয়েছেন তিনি। চেতনা বলেন, জানি আমার ভঙ্গি হয়তো নিখুঁত নয় এবং সেখানেই আমার অনুশীলনের গুরুত্ব থেকে যাচ্ছে। এমন কিছু দিন যায়, যখন কাঁপতে থাকি, টলতে থাকি, আবার কখনো নিজেকে ভাসিয়ে দিই। কিন্তু প্রতিটি প্রচেষ্টা থেকেই কিছু শেখার, নিজেকে বিকশিত করার ইচ্ছে আছে।
সামাজিক মাধ্যমে জায়ের এমন অধ্যবসায় দেখে কুর্নিশ জানিয়ে আনুশকা শর্মা লিখেছেন— প্রতিটি ভঙ্গিতে, তিনি যোগব্যায়ামকে প্রতিফলিত করেন— শক্তি এবং করুণা, স্থিরতা, সব কিছুর সামঞ্জস্য রয়েছে তার ভঙ্গিতে। তোমার জন্য আমি গর্বিত বৌদি।
সামাজিক মাধ্যমে আনুশকা শর্মার পোস্টটি শেয়ার করে পাল্টা ছোট জাকে ধন্যবাদ জানান বিরাটের বৌদি চেতনা।

