ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১৫৯ মানুষ।এছাড়া একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৭৪৫ জন। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) একই সময়ে এই সংখ্যা ছিল ৪ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার ৫৮৬ জন।
অন্যদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৭১ হাজার ৩০৮ জনের। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) একই সময়ে এই সংখ্যা ছিল ১১ লাখ ৬৪ হাজার ৫১৫ জন।