হেল্থ ডেস্ক, আজনিউজ২৪:কোভিড-১৯ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ১৭সহ মোট প্রাণহানীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৮৩ জন। এর মধ্যে পুরুষ ১৬ জন আর নারী ১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক চার পাঁচ শতাংশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫৯ জন। ফলে এই ভাইরাসে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন। আর নতুন ১ হাজার ৮৮৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জন।