হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: কোভিড-১৯ দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আরও ৩৭ জন সহ মোট প্রাণহানী ৪ হাজার ৫১৬। এর মধ্যে পুরুষ ৩০ জন ও বাকি ৭ জন নারী। আক্রান্ত দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ২০২ জন। শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।
তবে, ৩ হাজার ২৯৮ জন বেড়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন। সুস্থতার হার ৬৮ দশমিক ছয় শতাংশ। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর