ইকোনোমিক ডেস্ক: কোভিড-১৯ করোনা মহামারি মোকাবেলায় আবারও এক সাথে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক কর্মকর্তা মার্সিয়া বার্নিকাটের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিনের ৫৫ লাখের বেশি ডোজ সরবরাহ করায় মার্কিন সরকারকে ধন্যবাদ জানান সালমান এফ রহমান। মহামারির প্রথম থেকেই করোনা মোকাবেলায় দুদেশের ঘনিষ্ঠ সহযোগিতার কথা স্মরণ করেন, প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ভার্চুয়াল বৈঠকের পরবর্তী আয়োজন ছিল এটি।