হেল্থ ডেস্ক- কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রাদুর্ভাবের সময় করোনা রোগীদের সফলভাবে সেবা প্রদান করে আসছে ইম্পালস হাসপাতাল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সিইও অধ্যাপক ডাক্তার খোদেজা আখতার ঝুমা। রাজধানীর তেজগাঁওস্হ ইম্পালস হাসপাতালে সফলভাবে বর্ষপূতি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শতাধিক অভিজ্ঞ চিকিৎসক ও সিনিয়র নার্সদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সঠিকভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে বলেও জানান সিইও।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইম্পালস হাসপাতালের ব্যাবস্হাপনা পরিচালক ডাক্তার জাহির আল-আমীন, প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, চিকিৎসকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোভিড-১৯ করোনাভাইরাসে রোগীদের সঠিকভাবে এক বছর সেবা প্রদান করায় কেক কেটে বর্ষপূর্তি পালন করেন তারা।
হাসপাতালের ব্যাবস্হাপনা পরিচালক সিনিয়র চিকিৎসক জাহির আল- আমীন বলেন, আক্রান্ত রোগীদের জন্য ইম্পালস হাসপাতাল ঢাকা দিচ্ছে বিশ্বমানের সেবা। সাহসী ও উদ্যোমী একঝাঁক বিশেষজ্ঞ ডাক্তার দিচ্ছে স্বশরীরে চিকিৎসা সেবা।সকল আধুনিক সুযোগ-সুবিধা সহ আমরা দিচ্ছি বলেও জানান তিনি। এছাড়াও কোভিড রোগীদের জন্য বিশেষ আইসিইউ সুবিধা আছে বলে জানান ব্যাবস্হাপনা পরিচালক।