ইন্টারন্যাশনাল ডেস্ক: কোভিড-১৯ করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ১৮ কোটি ৭ লাখ ৫১ হাজার ৩১১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ১৫ হাজার ৫৬০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৫৪ লাখ ৪ হাজার ৫৮ জন। শুক্রবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য প্রচার করে। এরআগে, ২০২০ সালের ডিসেম্বরে শুরু চীনে। এরপর এশিয়া ছাড়িয়ে ইউরোপ-আমেরিকা কাঁপিয়ে দিয়েছে করোনাভাইরাস নামের মারাত্মক ভাইরাস। আর ১৬ মাসের মাথায় এসে
একক দেশ হিসেবে সর্বাধিক করোনা আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৯৫৬ জন এবং মারা গেছে ৬ লাখ ১৮ হাজার ৬৮৫ জন।
এর পরপরই রয়েছে ভারতের অবস্থান। ভারতে আক্রান্ত হয়েছে ৩ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১৭ জন মানুষ এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৩৩৮ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা সংক্রমিত হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯১৪ জন এবং মারা গেছে ৭ হাজার ৯৮২ জন।