স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসের কারণে লিগ বন্ধ হলে কিংবা বদ্ধদুয়ার খেলায় বড় ক্ষতির মুখে পড়তে হবে, তাই খেলোয়াড়দের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। বিপরীতে খেলোয়াড়রা জানিয়ে দিয়েছেন কম বেতন নিতে ইচ্ছুক নন তারা।
গত কয়েকদিন ধরেই বেতন কেটে রাখার বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছেন ক্লাব নির্বাহীরা। বেতনে কাটছাঁট হলে ক্লাব আর্থিকভাবে কীভাবে সুরক্ষা পাবে সেটা বোঝানোর চেষ্টা করেছেন তারা। কিন্তু কোনো সিদ্ধান্তই পছন্দ হয়নি ফুটবলারদের। এরপর প্রস্তাব দেয়া হয়েছে ১২.৫ শতাংশ কম পারিশ্রমিক নেয়ার। তাতেও সায় মেলেনি, খেলোয়াড়রা সিদ্ধান্তে অনড়।
খেলোয়াড়দের লোভনীয় এক প্রস্তাব দিয়েছে ক্লাবটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারলে দারুণ এক বোনাসে তাদের এই ক্ষতি পুষিয়ে দেয়া হবে। বর্তমানে পয়েন্ট টেবিলে নয়ে থাকা আর্সেনালের বাস্তব অবস্থা বুঝে তাতেও সায় দেননি ফুটবলাররা।
খেলোয়াড়রা কম বেতন নিতে আগ্রহী হলে ২৫ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হতো আর্সেনালের। এনিয়ে সোমবার ভোটাভুটিও করতে চেয়েছিল ক্লাবটি। সেটাও বাতিল হয়েছে খেলোয়াড়দের অনিচ্ছায়। সূত্র : চ্যানেল আই