বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হলে বিএনপি আরও গতিশীল হবে। তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি আছে, ইন-শা-আল্লাহ আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তকারী এই বিজয়কে ঠেকাতে পারবে না।’
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাটোরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।