ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ফলের বাগান রক্ষায় পাতা বিদ্যুতের ফাঁদ কেড়ে নিল এক কৃষকের প্রাণ। বৃহস্পতিবার সকালে উপজেলার তালসার গ্রামে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় একই সঙ্গে মারা যায় একটি গরুও। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক কৃষক।
নিহত কৃষকের নাম শাহাদত হোসেন (৪৫)। তিনি তালসার গ্রামের মৃত আমীর আলীর ছেলে। আহত কৃষক ইকতার হোসেন (৪০) বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্রাগন ফলের ক্ষেতে শেয়াল প্রবেশ ঠেকাতে বাগান মালিক আজিজুল হক জমির চারপাশে বিদ্যুতের তার পেঁচিয়ে রাখেন। সকালে জমি চাষ করতে গিয়ে শাহাদত ও ইকতার হোসেন গরু নিয়ে মাঠে প্রবেশ করেন। হঠাৎ গরুর পায়ে তার জড়িয়ে গেলে গরুটি মাটিতে লুটিয়ে পড়ে। গরুটি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান কৃষক শাহাদত। একই ঘটনায় গুরুতর আহত হন ইকতার।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে ইকতারকে হাসপাতালে ভর্তি করেন।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার পর থেকে ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।