স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বেশিদিন বাকি নেই। দুদিন বাদেই বিশ্বকাপের জন্য ওমানের বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটারেরা। তবে আজ বৃহস্পতিবার হঠাৎ করে শেরেবাংলায় নজর কাঁড়লেন মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বকাপের আগে মিরপুরে গিয়ে তাসকিন আহমেদ-সৌম্য সরকারদের নানা কৌশলের টোটকা দিলেন সাবেক এই অধিনায়ক।
শেরেবাংলার সেন্টার উইকেটে লম্বা সময় ধরে তাসকিনকে বোলিংয়ের কৌশল দেখালেন মাশরাফী। কোথায় বল ফেলতে হবে, কীভাবে কাটার করতে হবে, কোন কৌশলে বল করলে বেশি সাফল্য আসবে এসব নিয়ে লম্বা ক্লাস নেন তাসকিনের।
ব্যস্ততার মাঝে মাশরাফীর কাছ থেকে কিছু সময় পেয়ে উচ্ছ্বসিত তাসকিন। অনুশীলন শেষ করে সেই তৃপ্তির কথাই শোনালেন তাসকিন, “ভাইয়াকে (মাশরাফী) বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। আমার পেস, সুইংয়ের উন্নতি হচ্ছে, কিন্তু আমি স্লোয়ারের দিক থেকে একটু পেছানো। স্লোয়ারের উন্নতি করতে চাই। ভাইয়াকে বললাম, তিনি এসে কিছু গ্রিপ দেখালেন এবং বললেন, ‘একেক জনের অ্যাকশন একেক রকম হয়। এগুলো একটু চেষ্টা করে দেখতে পার।’ আমার কাছে ভালো লাগল, কিছু কাটারের গ্রিপ দেখিয়েছেন। আশা করি এইগুলো প্রয়োগ করলে ফল হবে।”
তাসকিন আরও বলেন, ‘মূলত দুই তিনটা গ্রিপ দেখিয়েছেন। আর বলেছেন একসঙ্গে এত কিছু নিয়ে তো কাজ করা যাবে না। যেহেতু সামনেই অনেক খেলা। আপাতত কাটার ট্রাই করতে বলেছেন। তো ওটাই দেখালেন। বললেন, যদি ভালো লাগে এটা চালিয়ে যেতে পার। এটা আয়ত্তে এলে আরেকটা। ব্যস্ততার মাঝে মাশরাফী ভাই আমাকে সময় দিয়েছেন, এটা অনেক। আমার স্লোয়ার অন্যদের থেকে একটু দুর্বল। কাজেই আজ যে গ্রিপ দেখিয়েছেন, এগুলো আগেরগুলোর থেকে ভিন্ন।’
অবশ্য নতুন কৌশল শিখলেও নিজের গতিটাই যে আসল সেটাও আভাস দিয়ে রাখলেন তাসকিন,‘পেসের সঙ্গে আমার কোনো আপস নেই। আমি তো আর চাইলেই মুস্তাফিজ হতে পারব না। মুস্তাফিজ কাটার মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি শুধু। কিন্তু আমার মূল জায়গাটা পেস দিয়েই। পেস কমে গেলে হয়তো আমি জায়গাও পাব না। তাই পেস নিয়ে কোনো আপস নেই।’