সারাদেশ ডেস্ক, যশোর, ৮ ডিসেম্বর, ২০১৯, এইউজেডনিউজ২৪:যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের নদী থেকে রবিবার সকালে ৮ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৩ মণ ওজনের একটি শুশুক জালে ধরা পড়েছে।
এ সময় শুশুকটি এক নজর দেখতে আগরহাটি স্লুইসগেটের পাশে উৎসুক জনতা ভিড় করে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম জানান, শুশুক ধরা পড়ার ঘটনাটি জানা মাত্রই খুলনা বন বিভাগকে জানানো হয়েছিল। কিন্তু শুশুকটি মারা যাওয়ায় তার কেউ সেটাকে নিতে আসেনি।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১৬ জানুয়ারি কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের ২৩ মাইল নাথপাড়ার পাশে হরিহর নদীতে ৮৫ কেজি ওজনেরএকটি শুশুক জালে ধরা পড়ে। পরবর্তীতে শুশুকটি প্যানেল চেয়ারম্যান-১ গৌতম রায়ের সহযোগিতায় আবারও নদীতে অবমুক্ত করা হয়। সূত্র : ইউএনবি