রাজধানী ডেস্ক, এইউজেডনিউজ২৪ : কেরানীগঞ্জে প্রাইম প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুই শ্রমিক রবিবার মারা গেছেন।
তারা হলেন- মোস্তাকিন (২২) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকার আব্দুর রাজ্জাক (৪৫)।
এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার ভোর রাতে মোস্তাকিন ও রাজ্জাক মারা যান।
ওই ঘটনায় চিকিৎসাধীন আরও ছয়জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানান তিনি।
প্রসঙ্গত, দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কারখানার আহত শ্রমিকরা জানান, প্লাস্টিকের ওয়ানটাইম গ্লাস তৈরির সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্র : ইউএনবি