সারাদেশ ডেস্ক, এইউজেডনিউজ২৪: কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ রক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে রাজধানীর মুগদা হাসপাতালসহ তিনটি স্থানে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মুঠোফোনে কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘তাদের সবার নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ এসেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
কারা সূত্র জানিয়েছে, ওই ১০ কারারক্ষী বেশিরভাগ সময় অসুস্থ বন্দিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতেন। এ সময়ে তারা হয়ত করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই জ্বর, কাশিতে ভুগছিলেন। আইইডিসিআরে তাদের নুমনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে কারা কর্তৃপক্ষ। সূত্র : রাইজিং বিডি
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ রক্ষী করোনাভাইরাসে আক্রান্ত
ঢাকা
0 Views