আজ নিউজ ডেস্ক
কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: তাজুল ইসলাম পাটোয়ারি।
বুধবার কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ ১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা মো: তাজুল ইসলাম পাটোয়ারিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালকের রুটি দায়িত্ব প্রদান করা হলো।
ডিএই’র সরেজমিন উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। বর্তমান ডিজি বাদল চন্দ্র বিশ্বাসের স্থলাভিষিক্ত হলেন। বিসিএস কৃষি ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা মো: তাজুল ইসলাম পাটোয়ারি এর আগে ডিএই’র প্রকল্প পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বুধবারই বাদল চন্দ্র বিশ্বাস থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।