বাংলাদেশ কৃষক মজুর সংহতির সভাপতি দেওয়ান আব্দুর রশীদ নিলু বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ও গ্রামীণ অর্থনীতি বাঁচাতে কৃষি খাতের বিনিয়োগে সরকারি ও বেসরকারি বরাদ্দ বাড়াতে হবে।
শনিবার বেলা ১১টায় বাংলাদেশ কৃষক মজুর সংহতি উদ্যোগে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘কৃষি খাতে বিনিয়োগে সরকারি ও বেসরকারি বরাদ্দ বৃদ্ধি’ শীর্ষক একটি প্রাক-বাজেট সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষকদের অবদান এখনো অনেক গুরুত্বপূর্ণ হলেও গত ৫৩ বছরে কৃষক মজুরদের স্বার্থরক্ষায় বড় কোনো সমন্বিত উদ্যোগ নেওয়া হয়নি। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আবারও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কৃষি খাত সংস্কারের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান। তিনি তার বক্তব্যে কৃষক মজুর সংহতির ধারণাপত্রের সব সুপারিশের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হয়েছে কৃষি খাতে। গত ৫৪ বছরের উন্নয়ন পর্যালোচনা করলে দেখা যায় প্রতি বছরই শতকরা ৩% হারে প্রবৃদ্ধি হয়েছে, যা বৈশ্বিক গড়ের অনেক বেশি।’
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক বলেন, ‘বহুদিন ধরে কৃষিখাতে ব্যবস্থাগত বদলের লক্ষ্যে সরকারের ভেতরে বাইরে চেষ্টা চলছে, কিন্তু সরকারি ব্যবস্থার অদক্ষতা ও দূর্নীতির কারণে কার্যকরী সংস্কার কাজ করে না। কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে তবে তা বেসরকারি খাতের মাধ্যমেই কারণ কৃষিখাতের শতকরা ৯০ ভাগ এখন বেসরকারি খাতের হাতে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল আলিমের পরিচালনায় সেমিনারের শুরুতেই কৃষি খাতে বিনিয়োগে বাড়ানোর বিষয়ে সংগঠনের বক্তব্য নিয়ে একটি ধারণা পত্র উত্থাপন করেন যুগ্ম সম্পাদক কৃষক নেতা তৌহিদুর রহমান। সেমিনারের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানে কৃষক পরিবারের শহীদ সদস্য আবু সাঈদসহ সব শহীদের প্রতি দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সেমিনারে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অ্যাড এসএম সবুর, সমাজতান্ত্রিক কৃষক ও ক্ষেতমজুর ফ্রন্ট’র সভাপতি বজলুর রশিদ ফিরোজ, জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক ই ইলাহি, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক ইফতেখার আলী, বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
সেমিনারে বিভিন্ন কৃষক, শ্রমিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

