পটুয়াখালী প্রতিনিধি, আজনিউজ২৪: আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ। ইভিএম পদ্বতিতে অনুষ্ঠিত এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে সাতটি করে ইভিএমের মেশিনের মাধ্যমে ৮হাজার ১২২জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। তীব্র শীতকে উপেক্ষা করে প্রতিটি কেন্দ্রে ছিল ভোটারদের উপস্থিতি। তবে পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মত।
সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুষ্ঠ ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, নারী ও পুরুষ আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও স্ট্রাকিংস ফোর্স হিসাবে মাঠে থাকছে বিজিবি ও র্যাব।
২০১০ সালের ১৯ সেপ্টেম্বর কুয়াকাটাকে পৌরসভায় উন্নীত করা হলেও ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
কুয়াকাটা পৌর নির্বাচনের ভোট গ্রহণ চলছে
আজনিউজ২৪ :
0 Views