
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ২০২১ ইংরেজি সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ সিএম সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক আ. রাজ্জাক খান, প্রভাষক মো. মাহবুবুর রহমান, মো. রুহুল আমীন, স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমরান, পরিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব, মো. রাকিব, একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিফাতুল ইসলাম হাসিব, মো. হাসান। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের মসজিদের ইমাম মাওলানা মো. তাওহিদুর রহমান। উল্লেখ্য এ বছর কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ থেকে ৪২১ জন শিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশগ্রহন করবে।