খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুপুর ১টার মধ্যে ৫ দফা দাবি না মানায় মূল ফটকে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে, ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবি তুলে ধরেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুয়েটে আয়োজিত প্রেস ব্রিফিং থেকে বলা হয়, বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সকল প্রকার ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, মঙ্গলবার ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ২০ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।