কুমিল্লা প্রতিনিধি,এইউজেডনিউজ২৪: কুমিল্লায় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেটের রিং ও স্ল্যাব বিনামূল্যে বিতরন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আদর্শ সদর উপজেলা শাখার উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে শুক্রবার (১৭ জুলাই) সকালে আদর্শ সদর উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল। তিনি আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নের ৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আদর্শ সদর উপজেলার সহকারী প্রকৌশলী সারমীন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
কুমিল্লায় হতদরিদ্রদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে রিং স্ল্যাব বিতরণ
চট্টগ্রাম
0 Views