কুমিল্লা প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: করোনার ভাইরাসের হট সপ্ট কুমিল্লায় গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা। বর্তমানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১০৩ জন। এদের মাঝে ৪৫ জন করোনা পজেটিভ এবং ৫৮ জন করোনা উপসর্গ। ৪৪ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৩২ জন পুরুষ ও ১৩ জন মহিলা। নিবিড় পরিচর্যায় ( আই সি উ ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ৬ জন পুরুষ ও ২ জন মহিলা। করোনা উপসর্গ নিয়ে আই সি উতে ভর্তি আছে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা। মৃতরা হলেন, সদর উপজেলার তালতলা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে জুলফিকুর আলী টিটু (৪৬), ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয় নগর গ্রামের মোমেনের ছেলে ফুলমিয়া (৬৫), দেবীদ্বার উপজেলার আব্দুল মতিন মিয়ার ছেলে শাহাজাহান (৫৫), চৌদ্দগ্রাম উপজেলার ওমর আলীর স্ত্রী আতরের নেচ্ছা (৭৭), দেবীদ্বার উপজেলার আব্দুল জলিলের স্ত্রী শাহানারা বেগম (৫৫), কুমিল্লা কেনন্টমেন্ট এলাকার জহিরুল ইসলামের স্ত্রী তাসলিমা (৪০)। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্যানুসারে গতকাল নমুনা প্রেরণ করা ৩৬৪ হলেও রির্পোট পাওয়া গেছে ৩৫৮টি। এদের মাঝে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে ৮০ জনের। এদের মাঝে সিটি কর্পোরেশনে ৩০, বরুড়ায় ৭ জন, বুড়িচংয়ে ৭, চৌদ্দগ্রামে ১০, লাকসামে ০৪, মনোহরগঞ্জে ৪ জন, সদর দক্ষিণে ২ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, মেঘনায় ৩ জন, লালমাইয়ে ৩ জন, দাউদকান্দিতে ৩ জন ও দেববিদ্বারে ০৬জন। জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৪১ জন। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৫ হাজার ৩৬০ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ৫৬৩ জন। সর্ব মোট নমুনা প্রেরণ করা হয়েছে ২৪ হাজার ৯০৪ টি। সর্ব মোট রির্পোট পাওয়া গেছে ২৪ হাজার ৮১০টি।
কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন ৬ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি ১০৩ জন
সারাদেশ
0 Views