কুমিল্লা প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় শনিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে মিনি কাভার্ড ভ্যানে লুকিয়ে ইয়াবা পাচারকালে দুই ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া মোঃ ইরাক হোসেন রনি (৩৫) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ইজদার বাজার গ্রামের আবুল হোসেন এর ছেলে ছেলে ও মোঃ শামীম মিয়া (২৫) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে এ সময় দু’জনের কাছে থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২, অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া দু’জন যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহের কথা স্বীকার করেছেন।
কুমিল্লায় মিনি কাভার্ড ভ্যানে লুকিয়ে পরিবহনকালে প্রায় সাড়ে ৯ হাজার ইয়াবাসহ ২ জন গ্রেফতার
অপরাধ জগত
0 Views