স্টাফ রিপোর্টার, এইউজেডনিউজ২৪: চিরনিদ্রায় শায়িত হবেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক কর্মকর্তা মুশফিকুর রহমান। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামে তার বাবার কবরের পাশে রোববার সকাল ১০টায় দাফন করার কথা রয়েছে। এর আগে, সাবেক এই পুলিশ কর্মকর্তা মুশফিকুর রহমান শনিবার (২৩ মে) বিকাল ৫টায় রাজধানীর গ্রীণ রোডের কমফোর্ট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মুশফিকুর রহমান গত কয়েকদিন পূর্বে ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গিয়ে শরীরের কয়েকটি হাঁড় ভেঙ্গে যায়। এরপর তাকে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয় এবং এর পরপরই তার মারাত্মক শারিরীক অবনতি ঘটে। এছাড়াও পূর্বে থেকেই তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানারকম রোগে ভূগছিলেন।
বৈশাখী টেলিভিশনের সাবেক প্রযোজক, দেশসংবাদ’র বিশেষ প্রতিনিধি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা’র সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কাউন্সিলর সাংবাদিক কবির হোসেন টিটো’র পিতা
চৌকশ সাবেক পুলিশ কর্মকর্তা মুশফিকুর রহমান।
উল্লেখ্য মুশফিকুর রহমান রাজধানীর আজিমপুর এলাকার একজন স্থায়ী বাসিন্দা, তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লায় বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক কর্মকর্তা মুশফিকুর রহমান
চট্টগ্রাম
0 Views