সারাদেশ ডেস্ক, কুমিল্লা, এইউজেডনিউজ২৪: কুমিল্লায় পুলিশের গুলিতে কথিত এক ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি হত্যা মামলার পলাতক আসামি ও ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি চলছে- এমন খবরে বৃহস্পতিবার (১২ মার্চ) চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালায় তারা। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে পালিয়ে যায় তারা।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খোকন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।নিহত খোকন ডাকাত দলের সদস্য এবং জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন হত্যা মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। সূত্র : সময় টিভি