কুমিল্লা প্রতিনিধি: টানটান উত্তেজনায় শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। ফলাফল ঘোষণার পুরোটা সময় হাড্ডাহাড্ডি লড়াই হয় দুইবারের সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের মধ্যে। তবে শেষ পর্যন্ত ৩৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন রিফাত।
বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরফানুল হক রিফাত। তিনি বলেন, নতুন করণীয় হবে আমি সিটি করপোরেশনে যাওয়ার পর, আমি মেয়রের শপথ নেয়ার পর, আমার প্রথম দায়িত্ব হবে এ যাবৎ পর্যন্ত সিটি করপোরেশনে যত দুর্নীতি হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করব। এটি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আমার ক্ষোভ না। আমি চাই আগামীতে আমি যখন থাকব না, তখন আমার বিরুদ্ধেও এইভাবে শ্বেতপত্র প্রকাশ করা হোক। এটা একটা সিস্টেমে আসুক। কেউ যেন দুর্নীতি করতে না পারে।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, আপনি খুব অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কী? জবাবে রিফাত বলেন, ওটা কোনো ব্যাপার না। কুমিল্লার মানুষ আমাকে রায় দিয়েছে। ওই রায়ই আমি মেনে নিয়েছি। আমি সন্তুষ্ট।
এর আগে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে মেয়র হিসাবে বিজয়ী ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী, নৌকা প্রতীক নিয়ে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯৯৬৭ ভোট।