টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক! কিশোর কুমার নামের এক স্পিনার গড়েছেন এই কীর্তি। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে কেশগ্রেভের বিপক্ষে কিশোর এক ম্যাচে দুটি হ্যাটট্রিক করেন। সম্প্রতি ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে এই কীর্তি গড়েন কিশোর।
একই ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে একদমই বিরল। এখন পর্যন্ত মোট আটজন বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন। সর্বশেষ মিচেল স্টার্ক ২০১৭ সালে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে দুটি হ্যাটট্রিক করেছিলেন।
১১৩ বছর আগে ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে দুটি হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ। ম্যাথুজের কীর্তিই টেস্ট ক্রিকেটে একমাত্র ঘটনা, যেখানে একজন বোলার একই টেস্ট ম্যাচে দুটি হ্যাটট্রিক করেন। তবে এই আটজনই ম্যাচে প্রতিপক্ষের দুই ইনিংস মিলিয়ে দুটি হ্যাটট্রিক করেছিলেন।
কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির না হলেও তিনি হ্যাটট্রিক করেছেন একই ইনিংসে, টানা দুই ওভারে। ২১ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন কিশোর। ৬ উইকেটের মধ্যে ৫টিই বোল্ড, বাকিটি ক্যাচ। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান করা কেশগ্রেভ অলআউট হয় ১৩৮ রানে। এই রান কিশোরের দল তাড়া করে জিতেছে ৭ উইকেট হাতে রেখে। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ম্যাচ শেষে বিবিসি এসেক্সকে বলেন, ‘যখন দেখলাম শেষ ব্যাটসম্যান বোল্ড হয়ে গেছে, মনে হলো আকাশে উড়ছি। অসাধারণ এক অনুভূতি। ম্যাচের পর অনেক ফোন কল পেয়েছি। আমরা (সতীর্থরা) একসঙ্গে একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াদাওয়া করি, প্রায় আড়াই ঘণ্টা আনন্দে কেটেছে। এটা ছিল খুবই বিশেষ একটি মুহূর্ত।’
দুই ওভারে দুই হ্যাটট্রিকের পর দলে অগ্রাধিকার পাবেন বলেও মনে করছেন কিশোর, ‘এখানে অনেক ভালো খেলোয়াড় আছেন। তাই আমি বলব না যে দলে সবার আগে আমার নাম থাকবে, তবে অবশ্যই আমি অগ্রাধিকার পাব।’