জানা অজানা ডেস্ক, এইউজেডনিউজ২৪: কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে জেলেদের পাতা বড়শিতে ধরা পড়েছে সাত মণ ওজনের বিরল প্রজাতির শাপলা পাতা (স্টিংরে) মাছ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মাছটি ভৈরবের নৈশকালীন মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় জমায়।
একক কোনো ক্রেতা না পাওয়ায় মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নেন জেলে গনি মিয়া।
ভৈরব শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়ার জেলে গনি মিয়া জানান, পেশায় তিনি একজন মৎস্যজীবী। ভৈরবের মেঘনা ও ব্রহ্মপুত্র নদে মাছ শিকার করেই তার সংসার চলে।
তিনি মূলত নদীতে লার পেতে (সূতায় টানানো বড়শি) মাছ শিকার করে থাকেন। প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে তিনি মেঘনা নদীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন এলাকায় পানিতে বড়শি পাতেন। বিকেলে তার সহযোগীদের নিয়ে লার টানার সময় বুঝতে পারেন বড়শিতে বড় কিছু একটা ধরা পড়েছে। এরপর লারটি পানিতে ভাসমান হলে মাছটি দেখে রীতিমতো চোখ কপালে ওঠে যায় গনি মিয়া ও তার সহযোগীদের।
তারা দেখেন লারে ধরা পড়া মাছটি অন্য কোনো সাধারণ মাছ নয়, সেটি বিরল প্রজাতির শাপলা পাতা (স্টিংরে) মাছ। সূত্র : সময় টিভি