ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের ‘সবচেয়ে বড়’ আক্রমণ চালিয়েছে রাশিয়া, যার হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেন, ‘ভ্লাদিমির, থামো!’
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় ২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোররাতে চালানো এই হামলায় কিয়েভ ছাড়াও খারকিভ, জিতোমির এবং ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও বিস্তীর্ণ ক্ষয়ক্ষতির খবর মিলেছে। হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন, আহত হয়েছে ৯০ জনের বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভ্লাদিমির, থামো! আমি কিয়েভে রাশিয়ার হামলায় সন্তুষ্ট নই। এটি অপ্রয়োজনীয় এবং খুব খারাপ সময়ে ঘটেছে। প্রতি সপ্তাহে পাঁচ হাজার সৈন্য মারা যাচ্ছে। চলো আগে শান্তিচুক্তি সম্পন্ন করি!
দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, একটি শান্তিপ্রস্তাব ট্রাম্পের কাছে রয়েছে, তবে সেটিতে ইউক্রেনের ‘সংবিধান ও মূল্যবোধের পরিপন্থী কিছু থাকতে পারে না’ বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্যমতে, রাশিয়া একযোগে ছুড়েছে ১৪৫টি ড্রোন ও ৭০টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ১১২টি ভূপাতিত করা হয়েছে।