কাশ্মীর সীমান্তে আবারও মুখোমুখি হলো ভারত ও পাকিস্তান। রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নতুন করে দুই প্রতিবেশীর মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ ২৫ এপ্রিল শুক্রবার রাতে পাকিস্তানি সেনারা কিছু ভারতীয় চৌকির দিকে ছোট অস্ত্র থেকে গুলি চালায়। এর জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে। সামরিক সূত্রগুলো দাবি করেছে, ভারতীয় বাহিনী ‘কার্যকরভাবে’ জবাব দিয়েছে। তবে গোলাগুলির এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদে বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। বৈঠকে নেওয়া হয় একাধিক কঠোর পদক্ষেপ:
ভারতের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িক স্থগিত
পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থার জন্য বন্ধ ঘোষণা
দ্বিপাক্ষিক সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত
পাশাপাশি পাকিস্তানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। দেশটির সামরিক সূত্র জানায়, ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় তারা সবরকম প্রস্তুতি নিচ্ছে।
কাশ্মীরের পহেলগামে সম্প্রতি পর্যটকদের ওপর চালানো সন্ত্রাসী হামলার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই হামলার পর ভারতীয় পক্ষ থেকে প্রতিশোধের আভাস দেয়া হলে দুই দেশের মধ্যে টানাপোড়েন আরও বাড়ছে।