ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: কানাডার কুইবেকে শহরে হ্যালোইন উৎসবে পালনের সময় ছুরি হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) এ হামলা আহত হন অন্তত ৫ জন। কুইবেকের পুলিশ বলছে, হামলাকারীকে ইতোমধ্যে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। হামলার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় পুলিশ জানায়, হামলাকারী মধ্যযুগীয় পোশাক পরা ছিল। আঞ্চলিক পার্লামেন্টের ভবনের সামনেই এ ঘটনা ঘটে। আহতদের নেয়া হয়েছে হাসপাতালে। ঘটনার মূল কারণ এখনো বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
হামলা নিয়ে তদন্ত চলায় স্থানীয়দের নিরাপদে নিজ নিজ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ছুরি হামলায় কুইবেক শহরে নেমে এসেছে নীরবতা।