স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, মুস্তাফিজকে অটো চয়েজ ভাবার সময় শেষ হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুবাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
সুজন বলেন, মুস্তাফিজ কি এদেশের সেরা পেসার? তাকে আমরা অটোচয়েজ হিসেবে কেন বিবেচনা করি? এই নিয়ম আমাদের ভাঙতে হবে। তবে আমি বিশ্বাস করি সে এখনও দলের সেরাদের একজন। ওর যে বৈচিত্র্য আছে বোলিংয়ে, সেটা হয়তো আমাদের অনেক পেসারের নেই। হয়তো ওই বৈচিত্র্য কাজে লাগছে না বা ও বাস্তবায়ন করতে পারছে না।
২০১৫ সালে অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলে ‘অটো চয়েজে’ পরিণত হন মুস্তাফিজ। মাশরাফি-পরবর্তী সময়ে বাংলাদেশ দলে সবচেয়ে নিয়মিত পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। শুরুর কয়েক বছর জাতীয় দল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লিগগুলোতে পারফর্ম করে সুনাম কুড়ান এই বাঁহাতি পেসার।
তবে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন মুস্তাফিজ। ২২ গজে নিজেকে কোনোভাবেই প্রমান করতে পারছেন না। আফগানিস্তানের বিপক্ষে ৩ ওভার বোলিং করে ওভারপ্রতি ১০ গড়ে দিয়েছেন ৩০ রান, ছিলেন উইকেটশূন্য। তাই দলে অঘোষিতভাবে মুস্তাফিজের পাকা জায়গা এখন নড়বড়ে হয়ে উঠেছে। সুজনের কথায়ও সেটারই ইঙ্গিত মিলেছে।