কাওরান বাজারের সকল মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব। শনিবার কাওরান বাজারের কিচেন মার্কেটের ছাদে তিনি এ মতবিনিময় সভা করেন।
এসময় সাইফুল আলম নীরব বলেন, যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে তাদের বিএনপিতে ঠাই নাই। যারা চাদাবাজি করে ব্যাবসায়িরা তাদের দরিয়ে দিন। এতোদিন যারা ব্যাবসায়িক মার্কেট নির্বাচনে একক ভাবে নির্বাচন করে জয়ি হয়ে আসছে এখন আর সেই সোযোগ নেই। এখন সবাইকে ভোটের মধ্যেমে নির্বাচিত হয়ে আসতে হবে। এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে ব্যাবসায় পরিচালনার জন্য ব্যাবসায়িরা তাদের দাবি তুলে দরের প্রধান অতিথির কাছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. বেলায়েত হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শাহ কামাল মানিক সিনিয়র সহ সভাপতি ইসলামিয়া শান্তি সমিতি। আরো উপস্থিত ছিলেন ব্যাবসায়ি ও রাজনৈতিক নেতা-কর্মিরা।