পিরোজপুরের কাউখালীতে শনিবার (২৯ নভেম্বর) মাগরিব নামাজের পর বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা তাঁতি দলের আহ্বায়ক কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, পিরোজপুর জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ মানিক হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, সৈয়দ বাহাউদ্দিন পলিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন, পিরোজপুর সদর উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মীর জিয়াউদ্দিন, যুগ্ম আহ্বায়ক দীপক হাওলাদার, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম সাইদুল, তাঁতি দলের নেতা আহসান হাবিব সিদ্দিক, মাহফুজুর রহমান মুনান, মিরাজুল ইসলাম লিপু, গিয়াস উদ্দিন সরদার, আখতারুজ্জামান বাবু, আরাফাত তালুকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা সরোয়ার হোসেন।

