কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদের কার্যক্রম ও সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। কার্যকর জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প’র(ইএলজি প্রকল্প) সহযোগিতায় বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করেন কলাপাড়া উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার(ভারপ্রাপ্ত) মো.হুমায়ুন কবির।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, মোসাঃ সাহিনা পারভীন সীমাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার জনগণ। এসময় উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার সমস্যা সমাধানের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন সুবিধা ভোগী জননগণ।
সভাপতি এসএম রাকিবুল আহসান উপজেলা পরিষদের আওতাধীন ১৭টি সেক্টরের কার্যক্রম এবং তার সমস্যা এবং সমাধানে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় কোন ত্রুটি থাকলে আপনারা আমাকে অবহিত করবেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো।