মো.আরিফ সিকদার, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ-সমাবেশ করেছে কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী অংগ-সংগঠন। সোমবার বেলা ১০টার দিকে স্থানীয় নতুনবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর বাঁধা ও অবরুদ্ধ অবস্থায় এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গাজী গোলাম সরোওয়ার, উপজেলা যুবদলের আহŸায়ক গাজী মো: আক্কাস।
এসময় সমাবেশে বক্তারা বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে পূর্ব নির্ধরিত সোমবারের বিক্ষোভ-সমাবেশ পুলিশের বাঁধায় রাজপথে নামতে না পেরে অবরুদ্ধ অবস্থায় দলীয কার্যালয়ের সামনে করতে বাধ্য হয়েছি। বক্তারা আরো বলেন. খালেদা জিয়ার কিছু হলে, সরকার এ মানবিক দাবী না মানলে পরবর্তীতে বৃহত্তর ও কঠোর আন্দোলন ও সরকার পতন আন্দোলনের কমূসূচী দিতে বিএনপি বাধ্য হবে।