বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪ : করোনা ভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে এই মহামারী। জনসমাগম এড়াতে বুধবার (১৮ মার্চ) থেকে বন্ধ করে দেয়া হয়েছে সারা দেশের সিনেমা হলগুলো ও। পাশাপাশি সবাইকে সচেতন হতে অনুরোধ করা হয়েছে। ভাইরাসের বিস্তার রোধে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
গণজমায়েতকে অনুৎসাহিত করতে সরকারের এমন পদক্ষেপের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকেও জরুরী মনে করছেন অনেকে। বিশেষ করে বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিরাও করোনা নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরীতে বিশেষ ভূমিকা রাখতে পারেন। যেহেতু সাধারণ মানুষ সেলিব্রেটিদের অনুসরণ করেন।
এদিক থেকে করোনা বিস্তার রোধে শুরু থেকেই সোচ্চার ভূমিকা রেখে চলেছেন দেশের টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা। করোনা নিয়ে বিশ্ব সাস্থ্য সংস্থার নানা পরামর্শ সোশাল মিডিয়াতে ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করাসহ, করোনা রোধে গুরুত্বপূর্ণ বিষয়েও সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান করে যাচ্ছেন অনেক তারকা। তাদের মধ্যে আছেন ছোট ও বড় পর্দার তারকা নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীরা:
সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী:
মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা:
শিহাব শাহীন, নির্মাতা:
মাসুদ হাসান, নির্মাতা:
তানযীর তুহীন, শিল্পী:
তাহসান, শিল্পী ও অভিনেতা:
চয়নিকা চৌধুরী, নাট্য নির্মাতা:
তানভীন সুইটি, অভিনেত্রী:
মেহের আফরোজ শাওন, নির্মাতা ও অভিনেত্রী:
মৌসুমী হামিদ, অভিনেত্রী:
শারমিন সুলতানা সুমি, শিল্পী:
রেদওয়ান রনি, নির্মাতা:
আশনা হাবিব ভাবনা, অভিনেত্রী:
মাবরুর রশিদ বান্নাহ, নাট্য নির্মাতা:
শবনম ফারিয়া, অভিনেত্রী:
সূত্র : চ্যানেল আই