ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৮০০’শর বেশি মানুষের মৃত্যু হয়েছে। সারা বিশ্ব জুড়ে আক্রান্ত হয়েছে ৮০ হাজারেরও বেশি। এমন পরিস্থিতির মধ্যে করোনা নিয়ে আশার সংবাদ দিয়েছেন মার্কিন গণমাধ্যম টাইম ম্যাগাজিন।
তারা জানিয়েছে, ওদেরনা থ্যারাপিউটিক নামে কেমব্রিজের একটি ওষুধ কোম্পানি করোনা ভাইরাস (কোভিড-নাইনটিন) এর প্রথম ব্যাচের ভ্যাকসিন আবিষ্কার করেছে।
জানুয়ারির মাঝামাঝি সময়ে চীনা গবেষকরা এসএআরএস-কোভি-২ নামে সিওভিআইডি-৯ ভাইরাসটির জিনোম সিকোয়েন্স আবিষ্কারের মাত্র ৪২ দিন পরে এই ভ্যাকসিন তৈরি করা হয়। ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ভাওয়েলগুলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজ ও ন্যাশনাল ইন্সটিটিউট হেলথে প্রেরণ করা হয়েছে। যেগুলো এই বছরের এপ্রিলের শুরুতে মানব শরীরে পরীক্ষা করা হবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। বলা হচ্ছে, ভ্যাকসিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, করোনা আক্রান্ত প্রাপ্ত বয়স্ক রোগীদের শরীরে দুই ডোজ ওষুধ প্রয়োগ করা হবে।
এতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ভ্যাকসিন পরীক্ষা এই অংশ নিবেন। এছাড়া যে দুই রোগীর শরীরে এই ভ্যাকসিন প্রথমে প্রয়োগ করা হবে তাদের মধ্যে একজন জাপানের ডায়মন্ড প্রিন্সেস নামক প্রমোদতরী থেকে ফিরে আসা পর্যটক। যার শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
করোনা ভাইরাস (কোভিড-নাইনটিন) এর প্রথম ব্যাচের ভ্যাকসিন আবিষ্কার করলো একটি ওষুধ কোম্পানী
আন্তর্জাতিক
0 Views