স্পোর্টস ক্লাব, এইউজেডনিউজ২৪: করোনা ভাইরাসে ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষতি পরিমাণ দাঁড়িয়েছে দুইশো আশি কোটি টাকা। তাই ফুটবল মৌসুমে প্রাথমিক ভাবে দুই তৃতীয়াংশ আর্থিক হিসেব প্রকাশ করেছে ইংলিশ জায়ান্ট ম্যান ইউ যা আরও বাড়বে বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ। এদিকে রিয়াল মাদ্রিদ সভাপতি দেখা করেছেন ফুটবলারদের সাথে। অনুশীলনে দেখা করেছেন কোচ জিনেদিন জিদানের সাথে। আর বাস্কেটবল কিংবদন্তির কোবি ব্রায়ান্টের ব্যবহার্য সামগ্রীগুলো বিক্রি হয়েছে ২ লাখ ২ হাজার ৫৯০ মার্কিন ডলারে।
করোনা ভাইরাসে দিশেহারা পুরো বিশ্ব, বিশ্বের ক্রীড়াঙ্গন। প্রায় চার মাসের স্থবিরতা কাটতে শুরু করেছে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য কোভিড নাইনটিনের প্রভাব থাকবে ক্রীড়াঙ্গনে।
তার প্রমাণও মিলতে শুরু করেছে। এই মহামারিতে ক্ষতির হিসেব প্রকাশ করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ স্থগিত হওয়ায় প্রাথমিক পর্যায় ক্ষতির পরিমাণ ২৮ মিলিয়ন পাউন্ড। যর মধ্যে শুধুমাত্র সম্প্রচার সত্ত্ব বাবদ ফেরত দিতে হবে ২০ মিলিয়ন পাউন্ড বা প্রায় ২ কোটি টাকা। মার্চে তিন ম্যাচ না হওয়াতে, আরও ৮ মিলিয়ন পাউন্ড হারিয়েছে রেড ডেভিলরা। মোট ১১ ম্যাচ বাতিল হয়েছে ম্যান ইউর।
মৌসুমের দুই-তৃতিয়াংশ হিসাব প্রকাশ করেছে ম্যানইউ, ধারনা করা হচ্ছে মৌসুম শেষে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
কোভিড নাইন্টিনের মাঝেই ফুটবলাদের অনুশীলন দেখতে মাঠে উপস্থিত হয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। দেখা করেছেন ফুটবলারদের সাথে। পুনরায় লিগ শুরুর অপেক্ষায় স্প্যানিশ জায়ান্টরা। তবে দুই মাস পর অনুশীলনে ফিরলেও ফুটবলারদের ফিটনেসে সন্তুষ্ট কোচ জিনেদিন জিদান। ফিটনেস ধরে রাখার হোম ওয়ার্কে উত্তীর্ন শিষ্যরা।
ক্রীড়াবিদদের হৃদ স্পন্দন ফিরেছে রাশিয়ায়। করোনাভাইরাসের সীমাবদ্ধতার মাঝে অনুশীলন করছে সুইমার, ওয়েটলিফটার থেকে টেবিল টেনিস খেলোয়াড়রা। তবে নির্দেশনা অনুযায়ী সবাইকে পরতে হবে মাস্ক ও হাত মোজা। বজায় রাখতে হবে একে অপরের সঙ্গে সামাজিক দূরত্ব।
এদিকে বাস্কেটবল কিংবদন্তী কোবি ব্রায়ান্টের ব্যবহার্য সামগ্রীগুলো বিক্রি হয়েছে ২ লাখ ২ হাজার ৫ শ ৯০ মার্কিন ডলার। কোবির অটোগ্রাফ সম্বলিত জার্সি, বলসহ ৫০ টিরও বেশী স্মারক উঠছিল নিলামে।