নরসিংদী প্রতিনিধিঃ করোনা ভাইরাসে নরসিংদীর প্রায় ৬ হাজার ছোট বড় শিল্প কল-কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানাগুলোর প্রায় ল¶াধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েছে। সরকারী নির্দেশ মোতাবেক ১০ দিনের ছুটিতে চলে গেছেন শিল্প-কল-কারখানার শ্রমিকরা। শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে পড়ায় বেতন-ভাতাদি না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। অপরদিকে উৎপাদন বন্ধ থাকায় শিল্প-মালিকরাও ¶তির সম্মুখীন হচ্ছেন।
দেশের চাহিদার ৮০ শতাংশ কাপড় উৎপাদিত হয় নরসিংদীর শিল্প-কারখানাগুলোতে। এসব শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় মালিক-শ্রমিক-কর্মচারীরা এখন হতাশ। ম্যানচেষ্টার খ্যাত নরসিংদীর সেখেরচর বাবুরহাট এখন ভূতুড়ে বাজারে পরিনত হয়েছে। বাজারে কোন লোক সমাগম নেই। সব দোকান বন্ধ। বাবুরহাটে শত শত শ্রমিকরা কাজ করে জীবিকা নির্বাহ করতো। এখন তাও বন্ধ।
আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারনে কেউ দোকানপাট খুলতে পারছে না। এছাড়া ক্রেতা সাধারনের উপস্থিতিও নেই। এ অবস্থা চলতে থাকলে দেশের অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়বে এমন ধারনা ব্যবসায়ী মহলের।
প্রাণঘাতী করোনা ভাইরাস সারা দেশের ন্যায় নরসিংদীকে নিস্তব্ধ করে দিয়েছে। হাজার হাজার মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে। নরসিংদী জেলা শহর সহ গ্রামগুলো এখন ভূতুড়ে হয়ে পড়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। ঘরে বসে সরকারের নির্দেশ পালন করছেন।
করোনা ভাইরাসে নরসিংদীর ৬ হাজার শিল্প-কল-কারখানা বন্ধ। বেতন ভাতাদি না পেয়ে লক্ষাধিক শ্রমিক, কর্মচারীর মানবেতর জীবন যাপন
ঢাকা
0 Views