স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪ : করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাদের সাহায্য করতে তহবিল গঠন করেছেন তাদের আবারও এগিয়ে এলেন ইটালির ২০০৬ বিশ্বকাপজয়ী ফুটবলাররা। এদের নেতৃত্ব দিচ্ছেন আজ্জুরিদের বিশ্বজয়ী ফুটবল দলটির অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো।
আজ্জুরিদের বিশ্বজয়ী ফুটবল দলটির অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো এখানেও নেতা। সতীর্থদের নিয়ে তহবিল একাট্টার উদ্যোগের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।
‘আমি, সঙ্গে আমার বিশ্বচ্যাম্পিয়ন ২০০৬ দলের সতীর্থরা, নতুন একটি চ্যালেঞ্জ জিততে আবারও মাঠে নেমেছি। তহবিল সংগ্রহ করছি ইটালিয়ান রেড ক্রসের জন্য, করোনা ভাইরাসের এই মহামারী সময়ে আমাদের দেশকে সাহায্য করতে।’
‘আমাদের দলের একজন হতে পারেন আপনিও। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখনও জিততে পারি।’ ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণে ভয়াবহ পর্যায়ে আছে ইটালি। ২৫ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন দেশটিতে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮শত। পৌনে দুই হাজারের মতো শঙ্কাজনক অবস্থায় আছেন।
কোয়ারিন্টিন করে রাখা হয়েছে ছয় কোটিরও বেশি নাগরিককে। বলতে গেলে পুরো ইটালিই একরকম অবরুদ্ধ। শীর্ষ লিগ সিরি আ’সহ সকল রকম ক্রীড়া ইভেন্ট বন্ধ করে দেয়া হয়েছে দেশটিতে।