ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সের ৩ হাজার কোটি ডলারের ক্ষতি হতে পারে। এমন সতর্ক বার্তা দিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন। সংস্থাটি বলছে, গেলো এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনকহারে কমেছে বিমানে ভ্রমণ। চীনা এয়ারলাইন্সের পাশাপাশি এ লোকসানের ভার বহন করতে হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সব এয়ারলাইন্সকে।
বিশ্বের বিভিন্ন দেশকেই জোরপূর্বক ফ্লাইট সংখ্যা কমানোর নির্দেশ দেয়া হচ্ছে। সংস্থাটি বলছে, ২০২০ সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লোকসান হবে ২ হাজার ৭শ কোটি ডলার। চীনের এ ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ২শ’ কোটি ডলারে।