স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: অনুশীলন ক্যাম্পের আগে হওয়া কোভিড-১৯ পরীক্ষায় উতরে গেছেন নারী দলের সব ক্রিকেটার। শনিবার মিরপুর ও সিলেটে হওয়া করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন ক্যাম্পে ডাক পাওয়া ৩২ জন। বিসিবির উইমেন্স বিভাগ থেকে মিলেছে এ তথ্য।
ঢাকায় অবস্থান করা ক্রিকেটাররা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে রোববার সকালে বিমানযোগে পৌঁছে গেছেন সিলেটে। সোমবার থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন পর্ব। ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সালমা-রুমানাদের নতুন করে তৈরি হওয়ার মিশন।
নারী দলের নতুন সহকারী কোচ ফয়সাল হোসেন পরিচালনা করবেন স্কিল ক্যাম্পটি। একমাসের ক্যাম্পে নিজেদের মধ্যে পাঁচটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে মেয়েরা।
ওয়ানডে সিরিজ খেলতে মার্চের শেষদিকে বাংলাদেশে আসার কথা সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের। মাঝের সময়ে জাতীয় লিগ আয়োজনের ভাবনা আছে বিসিবির।
ক্যাম্পে ডাক পেয়েছেন যারা: সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতাহেনা হাসনাত, সুরাইয়া আজমিন, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রাবেয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃঞ্চা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার।
সূত্র: চ্যানেল আই