আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা পরীক্ষায় জালিয়াতির ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। র্যাব জানায়, পরিচয় আড়াল করতে, চুল ছোট ও রঙ পরিবর্তন করে, সাহেদ। বোরকা পরে নৌকায় ইছামতি নদী পাড়ি দেয়ার চেষ্টা করে।
গত ৬ জুলাই রাজধানীতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। পরীক্ষা না করেই ৬ হাজারের বেশি ভুয়া করোনা রিপোর্ট দেয়ার প্রমাণ মেলে। বিনামূল্যের চিকিৎসা দেয়ার কথা থাকলেও রোগীদের কাছ থেকে নেয়া হতো, বিপুল অর্থ। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের অনুমতি না থাকলেও টাকার বিনিময়ে সেই কাজটিও করেছে তারা। সঙ্গে যুক্ত হয়েছে, অনুমোদনহীন কিটের ব্যবহার। এতে প্রতিষ্ঠানটির মূল কার্যালয় এবং উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর