হেল্থ ডেস্ক, এ্ইউজেডনিউজ২৪ : করোনা ছোঁয়াচে হলেও এ ভাইরাস নিয়ে এখন পর্যন্ত দেশের মানুষের আতংকিত হবার কিছু নেই বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআর। রাজধানীর মহাখালিতে সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফোরা এক ব্রিফিংয়ে জানান, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি। চীন থেকে ফেরত এ পর্যন্ত ৬ হাজার ৭৮৯ জনকে স্কেনিং করা হয়েছে। একই সাথে ৩৯ জনের ল্যাব টেষ্ট করা হয়েছে। তিনি বলেন, রোগ প্রতিরোধে করোনা ভাইরাস সম্পর্কে আরো সচেতনতা বাড়ানোর প্রয়োজন। যাদের কারো মধ্যেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে আশকোনায় পর্যবেক্ষণে থাকা নতুন একজনসহ মোট দু’জনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে নমুনা পরীক্ষার জন্য।
সূত্র : এটিএন বাংলা ও সময় টিভি
করোনা ছোঁয়াচে হলেও এ ভাইরাস নিয়ে এখন পর্যন্ত দেশের মানুষের আতংকিত হবার কিছু নেই বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআর
স্বাস্থ্য কথা
0 Views