হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ‘হাইড্রোক্সি ক্লোরোকুইন’ ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সাথে করোনাভাইরাস সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করায় চীনের প্রশংসা করেছে সংস্থাটি। সোমবার (২৫ মে) জেনেভায় সংস্থাটির সদরদপ্তরে অনলাইন সংবাদ সম্মেলনে মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেসিয়াস জানান, করোনার চিকিৎসায় ‘হাইড্রোক্সি ক্লোরোকুইন’ ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে।
গেব্রিয়েসুস বলেন, কভিড-১৯ রোগীর ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ তার পর্যালোচনা চলছে। ওই পর্যালোচনা শেস না হওয়া পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কভিড-১৯ চিকিৎসায় অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তা চলবে বলে জানান তিনি।
এর আগে আইসিইউতে থাকা রোগীদের জন্য এই ওষুধ ব্যবহারে সফলতার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে বিভিন্ন দেশ।
এদিকে অস্ট্রেলিয়ার কয়েকজন রোগীর শরীরে ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছে মার্কিন বায়োটেক কোম্পানি নোভাভ্যাক্স।
বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত প্রায় ৫৫ লাখ। আর প্রাণহানি ছাড়িয়েছে ৩ লাখ ৪৬ হাজার। সূত্র : চ্যানেল টুয়েন্টি ফোর
করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ‘হাইড্রোক্সি ক্লোরোকুইন’ ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশেষ বুলেটিন
0 Views