হেল্থ ডেস্ক,এইউজেডনিউজ২৪ : করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাজধানীর টোলারবাগ এলাকায় প্রবেশে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা। পরিচ্ছন্নতা নিশ্চিত করে ওই এলাকার আবাসিক ভবনগুলোতে ঢুকতে দেয়া হচ্ছে।
করোনা আক্রান্ত হয়ে শনিবার ভোরে মৃতুবরণ করা সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক (৭৩) রাজধানীর টোলারবাগে বসবাস করতেন। তার মৃত্যুর পর থেকেই টোলারবাগ এ ব্যবস্থা নেয়া হয়েছে।
গতকাল তার মৃত্যুর পর থেকেই রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগের যে বাসভবনে তিনি বসবাস করতেন, সেটাসহ ওই এলাকার আরও কিছু ভবন লকডাউন করার নির্দেশ দেয় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। নির্দেশনা অনুযায়ী ওই ভবন ঘিরে রাখে পুলিশ। আশেপাশের এলাকায় চলাচলও সীমিত করা হয়।