হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেছেন সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ ডা. মইনুল ইসলাম ডালিম এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, সিলেটে করোনা আক্রান্ত হওয়ার পর ডা. মইনের উন্নত চিকিৎসার জন্য তাকে ৮ এপ্রিল ঢাকায় নিয়ে আসা হয়। দু’দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে বুধবার ভোরে তিনি মারা যান। সূত্র : সময় টিভি